আজকের পোস্টে সবাইকে স্বাগতম।
ইন্টারনেটে নিভুল বাংলা লিখতে হলে প্রথমে আপনার কম্পিউটারে বাংলা ইনস্টল করে নিন। এবার উইন্ডোজের control panel এ যেয়ে regional and language এ ক্লিক করুন। যে উইন্ডোটি আসবে তার keyboard and language ট্যাবটিতে ক্লিক করুন।
ইন্টারনেটে নিভুল বাংলা লিখতে হলে প্রথমে আপনার কম্পিউটারে বাংলা ইনস্টল করে নিন। এবার উইন্ডোজের control panel এ যেয়ে regional and language এ ক্লিক করুন। যে উইন্ডোটি আসবে তার keyboard and language ট্যাবটিতে ক্লিক করুন।
এরপর change keyboard or other input methods এ ক্লিক করুন।
ক্লিক করার পর যে উইন্ডোটি এসেছে Keyboard and Language এ ক্লিক করলে আপনি installed services এর নিচে আপনার কম্পিউটারে কোন কোন ভাষার কী-বোর্ড এনাবল করা আছে তা দেখতে পাবেন। আমার বাংলা এনাবল করা আছে তাই ইংরেজী কী-বোর্ডের নীচে বাংলা কী-বোর্ড ও দেখতে পাচ্ছেন।
আপনার যদি বাংলা এনাবল করা না থাকলে বাংলা কী বোর্ড এনাবল করতে হবে। সেজন্য add বাটনটিতে ক্লিক করুন। এবার add input language নামে একটি বক্স আসবে।এই বক্সটিতে স্ক্রল ডাউন করে একটু নীচে নেমে যান তাহলে Bengali(Bangladesh) keyboard দেখতে পাবেন। Bengali তে টিক চিহ্ন দিয়ে ok করুন।
টাক্সবারে বা উপরে ডেক্সটপে language bar টি এনাবল হয়েছে। সেটি ক্লিক করলে ইংলিশ ও বাংলার জন্য দুটি আলাদা অপশন (EN ও BN) দেখা যাবে। সেখানে মাউস ক্লিক করে বা কী-বোর্ড শটকার্ট (shift+alt. key)চেপেও আপনি ইংলিশ থেকে বাংলা বা বাংলা থেকে ইংলিশ এ যেতে পারবেন।কখন কোন ফরমেটে আছেন তা EN ও BN দেখে বুঝতে পারবেন।
এরপর বিজয় কী-বোর্ডের ইউনিকোড সিলেক্ট(ctrl+alt+v) করুন যাতে আপনি অনলাইনে বাংলা লিখতে পারেন।চিত্রে দেখুন,বিজয় কী-বোর্ডের চার ধরনের কী-বোর্ড লে-আউট রয়েছে।ইন্টারনেটে বাংলা লিখতে হলে আপনাকে Unicode লে-আউট সিলেক্ট করতে হবে।
দি আপনি নির্ভুল বাংলা লিখতে চান তাহলে অবশ্যই বিজয় কী-বোর্ড Unicode এ ও language bar এ বাংলা(BN) এনাবল থাকতে হবে।
ইন্টারনেটে যেই স্থানে বাংলা লিখতে চান সেখানে মাউস এর কার্সর রেখে ইউনিকোডের জন্য বিজয় এর শটকার্ট (ctrl+alt+v) প্রেস করতে হবে। এবং ল্যাঙ্গুয়েজ বার শটকার্ট (shift+alt)। এই নিয়মে আপনি উইন্ডোজ সেভেনে আপনি আপনার পিসির হার্ড ড্রাইভের নাম ও বাংলাতে দিতে পারবেন।