আপনার ব্লগস্পট ব্লগের লেবেলকে ড্রপডাউন বা পপআপ মেনুতে রূপান্তর করুন

  • ১) প্রথমে ব্লগার.কম এ লগইন করে dashboard থেকে আপনার desired ব্লগটার layout এ যান ।
  • ২) add a Gedjet ট্যাব এ ক্লিক করে সেখান থেকে একটি লেবেল গেজেট নিয়ে সেভ করুন।
  • ৩) এবার আপনাকে Layout থেকে Edit HTML ট্যাবে যেতে হবে।
  • ৪) Expand Widget Templates লেখার পাশের চেকবক্সে টিক চিহ্ন দিবেন না।
  • ৫) এবার contrl+F চেপে নিচের লাইনটি খুঁজে বের করুন ।
টেকটিউনস কোড হাইলাইটার - কোড কপি করতে কোডের উপর ডাবল ক্লিক করুন
1
<b:widget id=’Label1′ locked=’false’ title=’Labels’ type=’Label’>


টেকটিউনস কোড হাইলাইটার - কোড কপি করতে কোডের উপর ডাবল ক্লিক করুন
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
b:widget id=’Label1′ locked=’false’ title=’Labels’ type=’Label’>
<b:includable id=’main’>
<b:if cond=’data:title’>
<h2><data:title/></h2>
</b:if>
<div class=’widget-content’>
<br/>
<select onchange=’location=this.options[this.selectedIndex].value;’ style=’width:200px’>
<option>Label Gadget Name</option>
<b:loop values=’data:labels’ var=’label’>
<option expr:value=’data:label.url’><data:label.name/>
</option>
</b:loop>
</select>
<b:include name=’quickedit’/>
</div>
</b:includable>
</b:widget>

পরীক্ষা করে দেখার জন্য নিচের PREVIEW তে ক্লিক করুন। আশা করি সব ঠিক ঠাকই আছে।
যদি সব ঠিকি থাকে তবে SAVE TEMPLATE এ ক্লিক করে শেভ করুন। উপরের কোডটির দুটো জায়গায় সম্পাদনা করতে হবে।যে সাইডবারে রাখবেন, তার মাপ অনুযায়ী 200px মানটি পরিবর্তন করুন। লেবেল গেজেটটির নাম পরিবর্তন করার জন্য Label থেকে বিভাগ বা ক্যাটাগরি নাম দিয়ে দিন । ব্যাস কাজ শেষ।

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Affiliate Network Reviews