গুগল সার্চ রেজাল্টের প্রতিটি খুলুন আলাদা ট্যাবে (ক্লিকের সঙ্গে সঙ্গে আলাদা ট্যাবে খুলে যাবে)

গুগলের কাছে সার্চ দিলে সেকেন্ডে সেকেন্ডে কত কিছুই না আসে। তবে গুগল আমাদেরকে একটি সার্চ রেজাল্ট না দিয়ে অনেক সার্চ রেজাল্ট দেয়। সেই ক্ষেত্রে অন্তত ৫-৬ টা রেজাল্ট না দেখা পর্যন্ত আমাদের আমরা বিষয়টি নিয়ে নিশ্শাচিত হতে পারি না। সে ক্ষেত্রে আমাদের প্রতিটি নতুন ট্যাবে খুলতে হয়।
তাই কষ্ট করে বারবার নতুন ট্যাবে ওয়েবসাইট খোলা রীতিমত বিরক্তের ব্যাপার। একটি সেটিংস এর মাধ্যমে এই সমস্যার সমাধান করা যাবে। 

  1. প্রথমে Google ভিজিট করুন। 
  2. এখন নিচের দিকে ছোট করে Settings নামের লিংকটি দেখতে পারবেন। 
  3. Settings লিংকে হাত দিলেই আরও কিছু মেন্যু লিংক পাবেন।
  4. এবার Search Settings ক্লিক করুন
এখানে প্রথমে Always Show Instants Results সিলেক্ট করে দিন। 

 তারপর Open each result in a new browser window সিলেক্ট করুন।
 সবশেষে Save দিন।
 এখন থেকে এর প্রতিটি ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে নতুন ট্যাবে খুলবে। ধন্যবাদ।


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Affiliate Network Reviews